Header Ads

অশালীন আচরণের কারণে সাকিবের শাস্তি!!

 বিপিএল মাঠে নতুন বিতর্কের জন্ম দেওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এলিমিনেটর রাউন্ডের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অশালীন আচরণ করার কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এ অলরাউন্ডারকে।
খুলনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে খুলনা
টাইটানসের ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহি।
তবে সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার খালেদ মাহমুদ। তখন আম্পায়ারের কাছে যান অধিনায়ক সাকিব আল হাসান এবং বোলার রাহিও।
এসময় আম্পায়ারের সঙ্গে ঢাকার খেলোয়াড়দের তর্ক করতে দেখা যায়। আম্পায়ারকে আঙুল তুলে কর্কশ ভাষায় কথাও বলেছিলেন সাকিব। ভিডিও ফুটেজে এমন দৃশ্য দেখা যায়। এর আগেও ঘরোয়া লিগে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন সাকিব।
এছাড়া রাহিকেও কোনো ধরনের শাস্তি দেয়া হয়নি। মাঠে আম্পায়ারকে স্যরি বলায় পার পেয়ে যান তিনি। জানা গেছে, তাদের বিপক্ষে আম্পায়াররা কোনো রকমের নোটিশই করেননি।

কোন মন্তব্য নেই

Copyright Ⓒ Bd Cricket News All Rights Reserved

Blogger দ্বারা পরিচালিত.