Header Ads

আবারো দুই টাইগারের সামনে ইংলিশ কাউন্টি খেলার হাতছানি!!

ইংল্যান্ডে সত্যিকারের কাউন্টি ক্রিকেট অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন একমাত্র সাকিব আল হাসান। তামিম ইকবাল খান ও মুস্তাফিজুর রহমানও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের স্বাদ পেয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ইমরুল কায়েসেরও কাউন্টি খেলার কথা শোনা যায়। তবে কায়েসের কাউন্টি খেলার খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে এবার দুই তরুন বাংলাদেশি ক্রিকেটারের ইংল্যান্ডে খেলতে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছে। দুই ভবিষ্যৎ তারকা মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে ইংলিশ কাউন্টিতে নিয়ে যাওয়ার চেস্টা করছেন লন্ডন ভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আতিক চৌধুরী।
কাউন্টি দল গুলোর আগ্রহ বিবেচনা করে এই দুই তরুন টাইগার ক্রিকেটারের ব্যাপারে কথা বার্তা এগোতে ঢাকায় এসেছেন প্রতিষ্ঠানের কর্তা আতিক চৌধুরী।
ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছেন তিনি। সব ঠিক থাকলে আগামী মৌসুমেই হয়তো সৌম্য-মিরাজরা ব্রিটিশ ক্রিকেটের অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
আতিক চৌধুরী জানান, ‘আমরা চাই বেশী বেশী করে বাংলাদেশী ক্রিকেটারের সাথে চুক্তি করতে। আমাদের কোম্পানি মূলত ফুটবলে ফোকাস করে।
তবে আমরা ক্রিকেটেও ভালো কাজ করছি এখন। আমরা বানিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের ইংল্যান্ডে নিয়মিত খেলার ব্যবস্থা করতে চাই। এটা বাংলাদেশের জন্যও একটা পজিটিভ ব্র্যান্ডিং।’
সূত্রঃ খেলাধুলা

কোন মন্তব্য নেই

Copyright Ⓒ Bd Cricket News All Rights Reserved

Blogger দ্বারা পরিচালিত.