Header Ads

তবে কি ঢাকা সত্যি সত্যিই ম্যাচ ফিক্সিং করছে?

ফেসবুক মানেই ভূয়া নিউজ আর ভূয়া ভিডিও ভাইরাল! বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে যে কোন ছবি বা ভিডিও এডিট করে মিথ্যাকে বানানো হয় সত্য! ফেসবুকে বেশ কিছু পেজ ও গ্রুপ আবালের মতো করে এমন মিথ্যা নিউজ প্রচার করে। খেলোয়াড় থেকে শুরু করে বাদ যান না কোন সেলিব্রেটিও! কয়েক দিন আগে সাকিব আল হাসানের নামেও ছড়ানো হয়েছিল গুজব। আমাদের দেশের সহজ সরল মানুষ এমন ভূয়া নিউজ বিশ্বাস করেন খুব সহজে। এখন আবার ঢাকা বনাম খুলনাম ম্যাচ পাতানো হয়েছে বলে দাবি করছে বিভিন্ন পেজ ও গ্রুপ। যদিও এ সমস্ত গ্রুপের একটিও ভেরিফাইড পেজ নয়।
ঢাকার সাথে খুলনার সহজ জয় মানতে পারছে না তারা। তাদের যুক্তি আজ কেন খেলানো হলো না ব্রাভো, আদ্রে রাসেল দের? পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে থাকা দলের হারে রহস্য খুজছেন তারা। যদিও ঢাকার বিপক্ষেই দুইটি জয় পায় খুলনা। তাদের মতো মিডিয়ার থেকে ভূয়া খবর ছড়িয়ে পড়েছে দ্রুত! ঢাকার এই হারে ১২ পয়েন্ট নিয়েও বিদায় নিলো রংপুর। সেমি নিশ্চিত করা ঢাকা আজ দলের নিয়মিত প্লেয়ারদের বিশ্রাম দিয়ে নতুনদের পরখ করছিল। এ রকমটা করে যে কোন ক্রীড়া দল। গত বার কুমিল্লাও এমনটা করছিল। যাই হোক সবাইকে গুজবে কান না দেয়া আহব্বাহ করো হলো।

কোন মন্তব্য নেই

Copyright Ⓒ Bd Cricket News All Rights Reserved

Blogger দ্বারা পরিচালিত.