Header Ads

সিরিজ আয়োজনের জন্য ঢাকায় এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট!!

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) প্রধান ডেভ ক্যামেরন এখন ঢাকায়। তিনি বলছেন বটে যে, এসেছেন দুই বোর্ডের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা এবং পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন বোঝাই তার সফরের উদ্দেশ্য। তবে একটি সংবাদ মাধ্যমে বলেছেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক একটা সিরিজ আয়োজন বিষয়ক আলোচনাও করতে চান তিনি।
গতকাল ক্যামেরণ বলছিলেন, ‘আমি এখানে এসেছি বিসিবির অতিথি হয়ে। দেখতে এসেছি বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি, কিভাবে ওরা উন্নতি করছে। একই সঙ্গে কথা বলব কবে ওদের সঙ্গে খেলা যায়, সামনে কখন সিরিজ আয়োজন করা যায়, এসব নিয়ে।’
গত বছর দুয়েকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানে মুগ্ধ ডব্লিউআইসিবি প্রেসিডেন্ট, ‘বাংলাদেশের ক্রিকেট দারুণ উন্নতির পথে আছে। বিশেষ করে দেশের মাটিতে ওদের বিপক্ষে খেলতে ভয়ই লাগবে আমাদের!’
ক্যামেরন বললেন, কেবল বাংলাদেশ নয়, সব ক্রিকেট খেলুড়ে দেশের সাথেই ভালো সম্পর্ক করে তুলতে চান তিনি, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভাল ছিল আমাদের। শুধু বাংলাদেশই নয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি।’

কোন মন্তব্য নেই

Copyright Ⓒ Bd Cricket News All Rights Reserved

Blogger দ্বারা পরিচালিত.